মক্কায় আজ ঈদ উদযাপন করেছে

Haj todayছানাউল্লা, রিয়াদ প্রতিনিধি॥ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিশেষ করে সৌদি আরবের মক্কায় আজ ঈদ উদযাপন করা হয়েছে। বিশে^র লাখে লাখো মুসল্লি একযোগ্য এই ঈদ আনুষ্ঠানীকতা শেষে এক আনন্দঘন পরিবেশের মহা মিলনে শরীক হয়। সবাই সকল ভেদাভেদ ও মতপার্থর্ক্যরে উদ্ধে উঠে এক কাতারে শামিল হয়েছে এবং মহাত আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে এবং আগামীর প্রয়োজনে কাজ করে যাচ্ছে। আগামী সোমবার বাংলাদেশেও পালিত হবে পবিত্র ঈদূল আযহা।

Leave a Reply

Your email address will not be published.