২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রশান্তি ডেক্স॥ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গত বৃহস্পতিবার সকালে এই তথ্য দিয়েছে। mosa
কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, এই সংখ্যা আগের দিনের চেয়ে ৩৯ জন বেশি।
কন্ট্রোল রুম জানিয়েছে, এ পর্যন্ত দেশের নির্দিষ্ট কিছু হাসপাতালে ৪৮ হাজার ২৮০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
ঢাকার কিছু নির্দিষ্ট হাসপাতালে ৩ হাজার ৯১০ জন রোগী ভর্তি আছে। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি আছে ৩ হাজার ৬৬০ জন রোগী।
সরকারি হিসাবে, ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

Leave a Reply

Your email address will not be published.