প্রশান্তি ডেক্স॥ রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে রূপনগর থানার পেছনে মিল্কভিটা আল আরাফ মসজিদের পেছনের বস্তিতে আগুন লাগে। অনেক চেষ্টার পর এলাকার স্থানীয় জনতা এবং ফায়ার সার্ভিসের যুগৎপদ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।