ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো: সরকারী-বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা, শোক র্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন: কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.শহীদুল্লাহ, পৌর কাউন্সিলর মো.আবু জাহের, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মো.শফিকুল ইসলাম রংগু, কসবা থানা উপ-পরিদর্শক মো.জসিম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.হুমায়ূন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ, উপজেলা যুব্ উন্নয়ক কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান তালুকদার ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো.আফজাল হোসেন রিমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ’মি) মো.জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শারমিন সুলতানা। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৯জন যুব প্রশিক্ষনার্থীর মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকা ঋন বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন বলেন; বঙ্গবন্ধুর খুৃনের সাথে জড়িতদের আইনের কাঠগড়ায় দাড় করিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করতে হবে। তিনি শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর সুখী-সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধ, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।