ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কলেজছাত্র সুমন। সন্তানকে হারিয়ে বাবা মিজানুর রহমানের আহাজারি। তার পুরো নাম সুমন বাসার ওরফে রাজু (২০)। গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডে মারা যান তিনি। students father
সুমন মাগুরার সদর উপজেলার চাঁদপুর গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সুমন সবার বড় ছিলেন। তিনি মাগুরা সদরের সত্যজিৎপুর কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সুমনের বাবা মিজানুর রহমান বলেন, ৭ আগস্ট বাড়িতে জ্বরে আক্রান্ত হন সুমন। স্থানীয় পর্যায়ে চিকিৎসা চলার একপর্যায়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন বলে জানা যায়। ১২ আগস্ট তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা চলার পর তাঁর মৃত্যু হয়।
এ খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৬ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ৩৩১ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২০ জুলাই থেকে আজকে পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত মোট ৬৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুমনসহ চারজন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published.