কবিরাজের কথা শুনে গরুর বদলে কিশোর ‘কোরবানি’

আন্তর্জাতিক ডেস্ক॥ ভারতের উত্তর প্রদেশের এক গ্রামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এক কবিরাজ তাদের দুটি ষাঁড় কোরবানি দিতে বলে কিন্তু তারা ষাঁড়ের ব্যবস্থা করতে না পেরে গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরকে ‘কোরবানি’ দিয়েছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।manos korvani
ভারতীয় দৈনিক হিন্দুস্থান টাইমস এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে। স্থানীয় আশান্দারা থানার স্টেশন হাউস অফিসার অক্ষয় কুমার বলেন, ‘থারপুর গ্রামের একটি পরিবার মানসিকভাবে অসুস্থ তাদের সন্তানদের বাঁচাতে এক কবিরাজের কাছে গেলে তাদের এমন ‘দাওয়া’ দেন তিনি।
ওই কবিরাজ তাদের বলে যে দুটি পশু অথবা কোনো মানুষকে বিসর্জন (কোরবানি) দিতে হবে। সেই পরিবার দুটি ষাঁড়ের ব্যবস্থা করতে না পেরে তাদের একই গ্রামের দিবাকর যাদব নামে এক কিশোরকে ‘কোরবানি’ দেয়।
পুলিশ কর্মকর্তা দিবাকর যাদব বলেছে, হত্যার দায়ে ওই পরিবারের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা হলেন রামগোপাল, তার মা স্বরস্বতী এবং তাদের আত্মীয় রামশঙ্কর। ওই পরিবারের তিন সন্তান মানসিকভাবে অসুস্থ বলেও জানান তিনি।
মানসিকভাবে অসুস্থ সেসব শিশুকে বাঁচাতেই কবিরাজের দারস্থ হয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, আটক তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে।

Leave a Reply

Your email address will not be published.