ফারুক খান ও হারুনুর রশীদ ঢালীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে থানায় সাধারণ ডাইরি করলেন কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ফারুক খান ও অপরাধপত্র সম্পাদক হারুনুর রশীদ ঢালীর বিরুদ্ধে সাধারণ ডাইরি করলেন কসবা প্রেসক্লব সভাপতি মো. সোলেমান খান।
জানা যায়, সৌদি প্রবাসী ফারুক খান ও অপরাধপত্র সম্পাদক হারুনুর রশীদ ঢালী পরস্পর যোগসাজশে কসবা প্রেসক্লাব সভাপতি, সকালের সূর্য পত্রিকার সম্পাদক, প্রকাশক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধিকে নিয়ে ফেইজবুকে মিথ্যা স্টেটাস দিয়ে দু’জনেই দু’জনের প্রতিপক্ষ সেজে নানা ধরণের কটু মন্তব্য করেছেন। গত ২৫ আগস্ট ১৯:০৪ মিনিটে এই স্টেটাসটি ফেইজবুকে ভাইরাল হয়। ফারুক খান সোলেমান খানকে আইনমন্ত্রীর উপদেষ্টা বলে ফারুকের সংগে একটি ছবি স্টেটাসে দিয়ে নিজেদের মধ্যে অযাচিত বক্যালাপ করে বাংলাদেশ ও বিদেশে মো: সেনালেমান খানের ভাবমূর্তি নষ্ট করেন। এ বিষয়ে তিনি কসবা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার জীবন ও আইনমন্ত্রী মহোদয়কে অবহিত করে গত ২৭ আগস্ট কসবা থানায় দু’ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে কসবা থানায় সাধারণ ডাইরি করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published.