বিএনপি ইঁদুরের মতো সরকারের উন্নয়ন খেয়ে ফেলছে: ইনু

প্রশান্তি ডেক্স॥ জাতীয় সমাজতান্ত্রিক দলর (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি ইঁদুরের মতো সরকারের উন্নয়ন খেয়ে ফেলছে। সরকারের উন্নয়নের ফসল ঘরে তুলতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিএনপি একটি বিপদজনক চক্র। কারণ আগস্টের এই শোকের মাসে তারা জাতির জনককে স্মরণ করেনি। হত্যাকারীদের নিন্দাও জানায়নি। eno
তিনি গত বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিফলক পাদদেশে জেলা জাসদের প্রয়াত কেন্দ্রীয় সহসভাপতি, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। স্মরণসভা আয়োজনে গঠিত নাগরিক কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার তোবারক হোসেন লুডু, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ প্রমুখ। এর আগে সকালে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির সড়কটির নাম প্রয়াত নেতা ইকবাল হোসেন খানের নামে করা হয়। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা পরিষেদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম। ইকবাল হোসেন খান ১৯৫৪ সালের ১ অক্টোবর মানিকগঞ্জ জেরা শহরের স্বর্ণকারপট্টি এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০১৯ সালের ২৫ জুন মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি মানিকগঞ্জের বিজয়মেলার অন্যতম প্রবর্তক ছিলেন। সমাজ ও দেশ গঠনে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published.