পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক মাদক ব্যবসায়ীকে সাত বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক আজ বুধবার দুপুরে এ রায় দেন। সাজা পাওয়া মাদক ব্যবসায়ীর নাম ইকবাল মল্লিক (৪১)। তিনি উপজেলার লক্ষীপুরা গ্রামের রুস্তুম মল্লিকের ছেলে। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করছেন। তিনি বলেন, আসামির অনুপ¯ি’তিতে এই রায় দেওয়া হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল লক্ষীপুরা গ্রামে ইকবাল মল্লিকের ভাড়া বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপ¯ি’তি টের পেয়ে সেই সময় ইকবাল পালিয়ে যান। এ সময় পুলিশ ৪০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে স্তানীয় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ওই বছরের ১৪ ডিসেম্বর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইকবাল মল্লিকের স্ত্রী তামান্না বেগমসহ চারজনকে খালাস দেওয়া হয়েছে।