সাংবাদিক উজ্জ্বলের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বাদিনীর বিরুদ্ধে প্রসিকিউশনের আবেদন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয় টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বলের ভাই জেলার ৪ বারের শ্রেষ্ঠ শিক্ষক আবদুল আউয়াল (৪৫) ও আবদুছ ছালামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার চুড়ান্ত রিপোর্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা বাদিনী দ্বারা উদ্দেশ্য প্রনোদিত হয়ে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অপরাধে পেনাল কোড ২১১ ধারায় প্রসিকিউশনের অনুমতি চেয়েছেন বিজ্ঞ আদালতে।
উল্লেখ্য উভয় পক্ষের স্থায়ী বাড়ি কসবা উপজেলার শিকারপুর গ্রামে। জমিজমা নিয়ে তাদের বিরোধ রয়েছে। বাদিনী মনোয়ারা বেগমসহ তার আত্মীয় স্বজনরা গত ৮ জুন কসবা থেকে ফোনে ডেকে নিয়ে সাংবাদিক আনোয়ার হোসেন উজ্জলকে বেদম প্রহার ও রক্তাক্ত জখম করে এবং তার ডান হাতটি ভেংগে দেয়। এব্যাপারে কসবা থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলা থেকে বাঁচার জন্য আসামীরা যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় মিথ্যা ছিনতাই মামলাটি দায়ের করে এবং তার এক ভাইকে গ্রেফতার করে। এঘটনায় সারা জেলায় সাংবাদিক সমাজ ক্ষুব্দ হন। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষও বিব্রতবোধ করেন। ব্যাপক তদন্তের পর বিষয়টি মিথ্যা প্রমাণীত হলে এ বিষয়ে মডেল থানার এস.আই ধর্মজিৎ সিংহ কোর্টে চুড়ান্ত প্রতিবেদন দায়ের করে বাদিনীর বিরুদ্ধে গত ২৮-০৭-১৯ইং ২১১ ধারা প্রসিকিউশন দাখিলের অনুমতি চান।

Leave a Reply

Your email address will not be published.