আমি ও আমার আওয়ামীলীগ

সবাইকে শুভেচ্ছ ও সালাম জানিয়ে আমি শুরু করতে চাই অতি পরিচিত এবং পুরোনো কিছু কথার পূনরাবৃত্তি। শুধু আমাদের নিজেদের অতীত মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে। নিজেদেরকে সঠিকতায় যাচাই করার নিমিত্তে। অন্যের কাছ থেকে নিজেকে আলাদা করার ইতিবাচক লক্ষ্যে। মোটকথা ইতিবাচক সামষ্টিক কল্যাণের তরে যোগ্য থেকে যোগ্যতর হওয়ার প্রত্যয়ে।  Tajul
বাংলাদেশ আওয়ামী মানে একটি অনুভূতি; একটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কান্ডারী; লক্ষ্য অর্জনের পথদর্শক; স্বপ্ন পূরণের দ্রষ্টা ও স্বপ্ন দেখানোর ¯্রষ্টা; দিক দর্শনের দিশারী; আলোকিত বাংলাদেশ গড়ার কারিঘরদের অনুঘটক; জাতিয় চেতনার ধারক ও বাহক; সংস্কৃতির রক্ষক; স্ব স্ব ধর্ম পালনের রক্ষাকবজ, স্ব স্ব স্বাধীনতা ভোগের নিশ্চয়তার নিয়ামক; মৌলিক নীতি ও চাহিদার যোগানদার; ইতিবাচক দৃষ্টিভঙ্গির বাস্তবরূপ দানকারী; যুগের চাহিদা পূরণে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার জাগ্রত বিবেক; উন্নয়নের মহাকাব্য রচনায় অগ্রণী ভূমিকা পালনকারী। ন্যায়-পরায়নতা ও সাম্যের বাস্তবরূপ দানকারী; মোটকথা লাল সবুজে বেষ্টিত সোনার বাংলার অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিহিন আওয়ামী লীগ যেমন শূন্য ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিব হলো বাংলাদেশের অপর নাম। বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশের যেমন অস্তিত্ব নেই ঠিক তেমনি বঙ্গবন্ধুবিহীন আওয়ামী লীগের ও কোন অস্তিত্ব নেই। তাই কে আওয়ামী লীগ আর কে না তা প্রমান অথবা যাচাই বাছায়ের জন্য প্রয়োজন উপারোক্ত বক্তব্যগুলো নিজের জিবনে বাস্তবায়ন এবং এর অব্যাহত চর্চা। এই চর্চায় কি আপনি জড়িত? নাকি চর্চাবিহীন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত? তা এখনই ভাবার সময় এবং নিজেকে বদলাতে পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয় সময়। উক্তরোক্ত যোগ্যতার অধিকারীরাই আওয়ামীলীগ। অন্য কোন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না আওয়ামী লীগ হতে তবে উপরোক্ত যোগ্যতার অধিকারী ও ধারক এবং বাহক হওয়া আবশ্যক।।
আসুন আমরা আওয়ালীগের কান্ডারীদের এক একজন নিবেদীত কান্ডারী হয়ে দেশ, জাতি ও দলকে এগিয়ে নিয়ে যায় বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের সমাপ্তি টানার কাজে এমনকি শেখ হাসিনার দেখানো ও শেখানো পথে। জয় হউক আমাদের সকলের এবং আগামীবার আরো নতুন কোন চ্যালেঞ্জ বা দিকনির্দেশনামূলক দৃষ্টান্ত নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সবাই ভাল থাকুন এবং সুন্থ্য থাকুন ও দেশ গঠনে অপনার মূল্যবান ভূমিকা রাখুন।

Leave a Reply

Your email address will not be published.