ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের পুরাতন বাজার আনন্দ গ্লাস ষ্টোর হার্ডওয়্যার থেকে ১৮টি উন্নত মানের চাইনিজ কুড়াল উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এ সময় দোকানের মালিক মো. আলমগীর হোসনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো: আলমগীর পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের ডা: আবদুল মতিনের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এ ঘটনায় মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পৌর শহরের পুরাতন বাজারে অবস্থিত আনন্দ গ্লাস ষ্টোর এন্ড হার্ডওয়্যার কিছু অস্ত্র মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানের ভিতর থেকে ১৮টি উন্নত মানের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।