নিজের বাড়িতে চুরি করাতে চোর ভাড়া

nij barite choreপ্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ নিজের বাড়িতে চুরি করাতে চোর ভাড়া করেছেন এক যুবক। চোরকে দিয়ে লক্ষাধিক টাকা ও গয়না চুরি করানো হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের তিলজলা থানায় এ ঘটনা ঘটে। তবে শেষমেশ ওই যুবককে তার তুই সঙ্গীসহ গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ ও ৩১ আগস্ট তিলজলার বাসিন্দা শেখ বাবলুর বাড়ি থেকে নগদ সাড়ে তিন লাখ রুপি এবং প্রায় সাত লাখ রুপির গয়না চুরি যায়। এ ব্যাপারে তিলজলা থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ হয়, এই ঘটনার সঙ্গে যুক্ত আছে ঘরেরই কোনো বাসিন্দা। পরবর্তীতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত চোরকে শনাক্ত করা সম্ভব হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, ওই দুই রাতের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক বাবলুর বাড়ির সামনে ঘোরাফেরা করছে। অনুসন্ধানের মাধ্যমে ওই ছেলেটিকে চিহ্নিত করা হয়। একপর্যায়ে তাকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ রিয়াজকে জেরা করলেও সে স্বীকার করে সব। তার দেয়া তথ্যে আটক করা হয় আরও দুজনকেও। যাদের মধ্যে একজন শেখ বাবলুর সৎ ছেলে শেখ নাজিরুদ্দিন ওরফে সোহেল।
তিনজনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, বাবার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না সোহেলের। সেই চুরির জন্য দু’জনকে ভাড়া করে। তাদের কাজে লাগিয়েই নগদ টাকা ও গয়না হাতিয়ে নেয় সে।
পুলিশ জানান, চুরির ধরন দেখে সন্দেহ হয় পরিচিত কেউ এর সঙ্গে জড়িত। কারণ কোথায় টাকা ও গয়না রাখা আছে এই তথ্য ঘরের লোক ছাড়া কারও পক্ষে জানা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর বিষয়টি আরও স্পষ্ট হয়।
এ দিকে চুরি যাওয়া গয়না ও নগদ টাকার সবটাই আটককৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.