সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য পাঁচ টাকায় স্যানিটারি প্যাড

প্রশাান্তি ডেক্স॥ সুবিধাবঞ্চিত মেয়েদের মাঝে মাত্র পাঁচ টাকায় স্যানিটারি প্যাড বিতরণের উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সংস্থাটির অন্তর্ভুক্ত বাসন্তী গার্মেন্টস স্বল্প খরচে এইসব প্যাড তৈরি করছে। প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের কাছে  padপিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার এখনো বিলাসিতার পর্যায়ে রয়েছে। ফলে বাধ্য হয়ে অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করে ক্যান্সারের মতো মরণঘাতী রোগের ঝুঁকিতে থাকেন নারীরা। এই নারীদের সমস্যায় সহায়তার হাত বাড়িয়েছে সমাধানে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারা সস্তায় সুবিধাবঞ্চিত নারীদের মাঝে স্যানিটারি প্যাড পৌঁছে দেবে। মাত্র পাঁচ টাকার এই প্যাড পাওয়া যাবে বিভিন্ন বস্তি ও স্টেশনগুলোতে। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ইতোমধ্যে বিদ্যানন্দের বাসন্তী গার্মেন্টসে এই ‘বাসন্তী স্যানিটারি প্যাড’র প্রোডাকশন শুরু হয়েছে। যদিও বর্তমানে প্যাড প্রতি দুই টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে, তবে উৎপাদন খরচ আরো কমানো সম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া পিরিয়ডকালীন সময় সম্পর্কে সচেতন করতে প্রথম তিন লাখ প্যাড বিনামূল্যে বিতরণ করা হবে। এই মাস থেকেই রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, রাজবাড়ী ও রংপুরের বিভিন্ন স্কুলে এগুলো বিতরণ করা হবে বলে জানিয়েছে তারা। তবে বিদ্যানন্দের পাঁচ টাকা মূল্যের ‘বাসন্তী প্যাড’ নারীরা হাতে পেলেও এখনই সেটি বাজারে পাওয়া যাবে না । প্রথম পর্যায়ে সুবিধাবঞ্চিত নারী এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল প্রজেক্টের মাধ্যমে বিতরণ করা হবে এই প্যাডগুলো। এমনটাই জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শিক্ষা সহায়ক একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। ‘বাসন্তী স্যানিটারি প্যাডে’র আগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘এক টাকায় আহার’ এবং ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় ‘বিক্রেতাবিহীন স্টল’ নিয়ে হাজির হয়েছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published.