প্রশান্তি ডেক্স॥ এরশাদেও প্রয়ানে কান্ডারীহীন জাতীয় পার্টি আজ দ্বিখন্ডিত। এরই মধ্যে রওশন কাদের দ¦ন্ধ চরমে পৌছেছে। এক পক্ষ রওশনকে পার্টিও চেয়ারম্যান ঘোষণা দিয়েছে আর অন্য পক্ষ রওশনকে যারা চেয়ারপারসন ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুমকি দিয়েছে।
জাতীয় পার্টির একাংশের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যারা কো-চেয়ারপারসন রওশন এরশাদকে দলের চেয়ারপারসন হিসেবে ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, “জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জীবিত থাকাকালে আমাকে দলের চেয়ারম্যান করেন। তার সেই সিদ্ধান্তে দলের প্রেসিডিয়াম সদস্যদের সম্মতি ছিলো।”
জিএম কাদেরের মতে, গঠনতন্ত্র অনুযায়ী তিনিই দলের চেয়ারম্যান।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদকে জাপার চেয়ারপারসন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
গত (৫ সেপ্টেম্বর) এক আকস্মিক ঘোষণায় রওশন এরশাদের গুলশান বাসভবনে জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, জাপার সিনিয়র কো-চেয়ারপারসন রওশন এরশাদকে দলের নিয়ম অনুযায়ী চেয়ারপারসন করা হয়েছে। মশিউর রহমান রাঙ্গা দলের মহাসচিব হিসেবে থাকবেন বলেও জানান তিনি। এই ঘোষণার পর দলটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
দলের অপর অংশের প্রধান জিএম কাদের গত ১৮ জুলাই নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা দেওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “জিএম কাদের জাপার কো-চেয়ারম্যান হিসেবে থাকবেন।” তিনি আরো জানান, আগামী ছয়মাসের মধ্যে দলের কাউন্সিল হবে। সংবাদ সম্মেলনে রওশন এরশাদ সবাইকে দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
অপরদিকে রওশনকে যারা চেয়ারপারসন ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে- জিএম কাদের।