সতীর্থদের সম্মানে সিরি’আর সেরা খেলোয়াড় ব্যাজ পরবেন না রোনালদো

রাকিব উদ্দীন ॥ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগদান করে প্রথম মৌসুমেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বের অন্যতম ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আর গত মৌসুম থেকেই সিরি ‘আ’ সিদ্ধান্ত গ্রহণ করে প্রত্যেকটি পজিশনের নির্বাচিত সেরা ফুটবলারকে একটি বিশেষ ব্যাজ দেওয়া হবে। যা লাগানো থাকবে পরের মৌসুম জুড়ে খেলোয়াড়ের জার্সিতে। rolando
জুভেন্টাসের হয়ে অভিষেক মৌসুমেই ২৮ গোল আর ১০ এসিস্ট করে তুরিনের বুড়িদের চ্যাম্পিয়ন হওয়ার দরজা খুলে দেয় রোনালদো। তাই মৌসুম শেষে সেরা ফুটবলারের তকমাটি ওঠে তাই রোনালদোর ঘাড়েই। তবে রোনালদোকে দেয়া সিরি ‘আ’র ব্যাজটি তার জার্সিতে লাগাতে অস্বীকৃতি জানান এই পর্তুগিজ তারকা। এর মধ্যে দল দুই ম্যাচ খেলে ফেললেও রোনালদো সেই ব্যাজ জার্সিতে লাগাতে অস্বীকৃতি জানান। ইতালিয়ান এবং আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে নিজের দলের বাকি ফুটবলারদের প্রতি সম্মান দেখানোর জন্য রোনালদো এই ব্যাজ পরে মাঠে নামবেন না।
গেল মৌসুমে সিরি ‘আ’র সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন ইন্টার মিলানের সামির হ্যান্ডানোভিচ, সেরা ডিফেন্ডার নির্বাচিত হন নাপোলির কালিদু কুলিবালি, সেরা মিড ফিল্ডার নির্বাচিত হন লাজিওর মিলিনকোভিচ স্যাভিচ আর সেরা ফরোয়ার্ড নির্বাচিত হন সাম্পাদোরিয়ার ফ্যাবিও কুয়াগ্রেলিয়ারেল্লা। সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হন এএস রোমার নিকোলো জানিলো।
মৌসুমের নিজ নিজ পজিশনের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় সিরি ‘আ’র দেওয়া ব্যাজ পরেই মাঠে নামেন ফুটবলাররা। তবে কেবল মাত্র রোনালদোই এই ব্যাজ পরে মাঠে নামেননি। আর এই ব্যাজ পরে মাঠে নামবেন না বলেও আন্তর্জাতিক গণমাধ্যম সমূহ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.