চুরির দায়ে গ্রেফতার হবেন মমতা

আন্তর্জাতিক ডেক্স॥ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায় আট কোটি টাকা চুরির দায়ে গ্রেফতার হবেন বলে জানা যায়। গত সোমবার এ কথা জানিয়েছেন তারই দলের এক সময়ের প্রভাবশালী নেতা মুকুল রায়। তবে কোন মামলায় মমতা গ্রেফতার হবেন তা স্পষ্ট করেননি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া মুকুল। শুধু বলেন, দেখতে পাবেন কী হয়।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, একটি মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য এদিন তলব করে কলকাতা পুলিশ। বিকেলে বেহালায় অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে ডেকে পাঠানো হয় তাকে। রেলবোর্ডের সদস্য করে দেওয়ার নামে প্রতারণা মামলায় সরশুনা থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রতারণা মামলায় এফআইআরে মুকুল রায়ের নাম থাকায় জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ। এই মামলায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। সেই তলবের জন্য এদিন সরশুনা থানায় যান মুকুল। আর থানায় ঢোকার আগে তিনি সংবাদমাধ্যকে বলেন, “আমি তদন্তে ভয় পাই না। তাই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এসেছি।” এর পরই তিনি বলেন, তিনি নন, গ্রেফতার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুকুলের এই মন্তব্যের ব্যাপারে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এই ধরনের মন্তব্য দুটো কারণে হতে পারে। এক, মুকুল বাবুর মানসিক সুস্থিতি নষ্ট হয়েছে। তাই এসব ভুলভাল বকছেন। অথবা গরম গরম কথা বলে বাজার গরম করে খবরে থাকতে চাইছেন। এতই যখন জানেন, তবে এতদিন বলেননি কেন?”

Leave a Reply

Your email address will not be published.