ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুল হক স্বপন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সৈয়দাবাদ (তিনলাখপীর ) গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল হকের ছেলে। গত শুক্রবার তার নিজ বাড়ী উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ (তিনলাখপীর) থেকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন সময়ে দলীয় নাশকতার সাথে জড়িত থাকার কারনে তার বিরুদ্ধে ৫ টি মামলা চলমান রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও তার বিরুদ্ধে ভ’মিদস্যুতা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান; তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতার ৫টি মামলা চলমান রয়েছে। এসকল মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও এলাকায় তার বিরুদ্ধে ভ’মি দস্যুতা ও নিষিদ্ধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।