আন্তর্জাতিক স্পোস্ ডেক্স॥ স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরুতেই কঠিন করে ফেলল বার্সেলোনা। গত শনিবার লিগের তৃতীয় ম্যাচে ফের হোঁচট খেয়েছে কাতালান ক্লাবটি। বার্সেলোনাকে ডেকে এনে ২-২ গোলে রুখে দিয়েছে দুই মৌসুম পর লা লিগায় ফেরা ওসাসুনা। লিগের তিন ম্যাচের দ্বিতীয় টিতে জিতেছে বার্সা। হেরেছে প্রথম ম্যাচে। অবশ্য বার্সেলোনার হোঁচট খাওয়াটা অপ্রত্যাশিত নয়। কারণ কাল রাতেও দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছে তারা। ম্যাচে আক্রমণভাগের সেরা অস্ত্র লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে পায়নি কাতালানরা। ইনজুরির কারণে দর্শক সারিতে ছিলেন উসমান দেম্বেলেও। এই ত্রয়ীর অভাবটা আগের ম্যাচে গ্রিজম্যান বুঝতেই দেননি; কিন্তু এদিন পারলেন না ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যায় ওসাসুনা। বার্সেলোনার জাল কাঁপান রবার্তো তোরেস। প্রথমার্ধে বাজে ফুটবল খেলা অতিথিরা সমতায় ফিরেছে বিরতির পর। দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে দুই গোল করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বার্সাকে সমতায় ফিরান আনসু ফাতি। এই গোলেই হলো ইতিহাস, ফাতি গড়লেন রেকর্ড। লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করলেন ফাতি। একটু পরেই ম্যাচে প্রথমবার লিড নেয় বার্সা; গোল করেন আর্থার মেলো (২-১)। অবশ্য লিড নিলেও প্রতিপক্ষের মাঠে জয়ের মুখ দেখার সৌভাগ্য হয়নি বার্সেলোনার। ম্যাচের শেষ দিকে দ্বিতীয় দফায় বার্সা হজম করে গোল। ৮১ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-২ করেন তোরেস। লা লিগায় এ নিয়ে টানা চার ম্যাচে জয়শুন্য থাকলো এর্নেস্তো ভালভার্দে দল। এই ড্রয়ে লিগ টেবিলের সাত নম্বরে নেমে গেছে বার্সা। তিন ম্যাচে চার পয়েন্ট তাদের। সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিক বিলবাও। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে সেভিয়া।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post