আন্তর্জাতিক ডেক্স॥ জঙ্গিবাদের প্রশ্নে আবারও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানকে। অপরদিকে ভারতের প্রতিই সমর্থন জানিয়েছে ইউরোপীয় নেতারা। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। ২০০৮ সালের পর দ্বিতীয়বার কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হলো ইউরোপিয়ন ইউনিয়নের পার্লামেন্টে। জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পর ভারতের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, বিশ্বের মঞ্চে ভারতকে একঘরে করতেও বদ্ধপরিকর ইসলামাবাদ। কিন্তু জাতিসংঘের পর এবার ইউরোপিয়ন ইউনিয়নও কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই দাঁড়াল। ইউরোপিয়ন ইউনিয়নের পার্লামেন্টে দাঁড়িয়ে পোল্যান্ডের নেতা ও ইউনিয়নের নেতা রিজার্ড কারনেকি বলেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসবাদী হামলা হয়ে আসছে আমাদের সে বিষয়ে কথা বলা উচিত। জঙ্গিরা চাঁদ থেকে আসে না। জঙ্গিরা আসে পাশের দেশ থেকে। আমাদের সকলের উচিত ভারতকে এ বিষয়ে সমর্থন করা। কারনেকির বক্তব্যে সুর মিলিয়ে ইতালির নেতা ফুলভিও মার্তুসিল্লো বলেন, পাকিস্তান পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে। পাকিস্তান এমন একটি জায়গা যেখানে জঙ্গি সংগঠনগুলো ইউরোপে সন্ত্রাসবাদী হামলার ছক করে। ইউরোপিয়ন ইউনিয়নের বলছে, দুই দেশের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব। সূত্র: ডয়েচেভেলে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post