‘আরে বোকা, নিয়ম মেনে চলবি তো ঠকবি’

প্রশান্তি ডেক্স॥ এখন শুধু ঢাকায় নয়, বড় শহরগুলোতে তো বটেই, এমনকি উপজেলা বা কোনো কোনো গ্রামেও বহুতল দালান উঠছে। এসব দালানের অনেকগুলোই ভবন নির্মাণ বিধিমালা মানে না। কারণ, ভবনমালিকেরা মনে করেন, এত নিয়মকানুন মানতে গেলে ঠকতে হবে। এতটা বোকা তাঁরা হতে চান না।
অথচ ভবন নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড প্রযোজ্য। যদিও ২০০৬ সালে এই কোড হয়েছে। তারপর এর ওপর দেশের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। গেজেট হবে। ইতিমধ্যে ২৬ বছর চলে গেছে। এত বেশি সময় লাগার কথা নয়। তাও হয়। এটাই যেন আমাদের দেশের রীতি!

Leave a Reply

Your email address will not be published.