প্রশান্তি ডেক্স॥ চট্টগ্রাম নগর ও রাউজান উপজেলায় পৃথক অভিযানে চার ফার্মেসিকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ এ অভিযানে নেতৃত্বে দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, নগরের ওআর নিজাম রোডের কিউপিএস ফার্মেসি থেকে সম্প্রতি গ্লিসারিন ট্রাই নাইট্রেট নামে একটি মলম ৯০ টাকায় বিক্রি করা হয়। যদিও ওষুধের প্রকৃত মূল্য ৭০ টাকা। অভিযোগ পেয়ে অভিযানে গেলে দোকানি অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় ওই ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, রাউজানে ওষুধের প্যাকেটের মূল্য মুছে বেশি মূল্যর ট্যাগ লাগিয়ে বেশি মূল্যে বিক্রিসহ বিভিন্ন কারণে তিন ফার্মেসিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এরমধ্যে মেডিসিন হলকে ১৬ হাজার, মল্লিক ফার্মেসিকে ১০ হাজার, জনসেবা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।