প্রশান্তি ডেক্স॥ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ট্রেনের নিচে মাথা দিয়ে আব্দুল লতিফ নামের অবসর প্রাপ্ত এক ট্রেনচালক আত্মহত্যা করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাকশী রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ ঈশ্বরদীর রূপপুর গ্রামের কোরবান আলীর ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে অবসরপ্রাপ্ত ট্রেনচালক আব্দুল লতিফ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।