চিরুনি অভিযানের চার দিনে ১৩৮ বাড়িতে লার্ভা

প্রশান্তি ডেক্স॥ এডিস মশার লার্ভা ধংসে গত ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দ্বিতীয় দফায় চিরুনি অভিযান চলছে। এ অভিযানে প্রথম চারদিনে মোট ৪১ হাজার ৯৯টি বাড়ি পরিদর্শন করেছে ডিএনসিসি টিম। এই সময়ে সরাসরি ১৩৮ টি বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা পায় তারা। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
‘মশার লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতার লক্ষ্যে চিরুনি অভিযানের প্রথম পর্যায় ছিল সেমিফাইনালের অংশ। দ্বিতীয় পর্যায়ের চিরুনি অভিযান হবে ফাইনাল।’
দ্বিতীয় দফায় শুরু হওয়া এই অভিযানের প্রথম দিন (গত ১৫ সেপ্টেম্বর) এ কথা বলেছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এই দিন ১০ হাজার ৫টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে মোট ৪৭টি বাড়ি বা স্থাপনায় সরাসরি এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ৬ হাজার ৭৭০টি বাসা বা স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার করার উপযোগী পরিবেশ পায় দলটি।
দ্বিতীয় দিন (১৬ সেপ্টেম্বর) অভিযানে ১০,৭১৩টি বাসা/স্থাপনা পরিদর্শন করে মোট ২৬টি বাড়ি বা স্থাপনায় সরাসরি এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ৫,২২১ টি বাসা বা স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার করার উপযোগী পরিবেশ পায় টিম।
তৃতীয় দিন (১৭ সেপ্টেম্বর) অভিযানে ১০,৩৩৭টি বাসা/স্থাপনা পরিদর্শন করে মোট ২৯টি বাড়ি বা স্থাপনায় সরাসরি এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ৬,৩৩৫টি বাসা বা স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার করার উপযোগী পরিবেশ পায় সিটি কর্পোরেশনের টিম।
চতুর্থ দিন (১৮ সেপ্টেম্বর) অভিযানে ৯,৯৫৯ টি বাসা/স্থাপনা পরিদর্শন করে মোট ৩৬টি বাড়ি বা স্থাপনায় সরাসরি এডিস মশার লার্ভা পায় টিম। এ ছাড়া ৫,৭৪০টি বাসা বা স্থাপনায় এডিস মশার বংশবিস্তার করার উপযোগী পরিবেশ পায় তারা।
গত ২৫ আগস্ট থেকে মশা মারতে প্রথম দফায় চিরুনি অভিযান শুরু করেছিল ডিএনসিসি। সেই অভিযানের ১২ দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ১ লাখ ২১ হাজার ৫৬০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১ হাজার ৯৫৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পেয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া ৬৭ হাজার ৩০৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান জমে থাকা পানি পাওয়া গিয়েছিলো সেসময়। সেসব স্থানগুলো ধ্বংস করে লার্ভিসাইড প্রয়োগ করে তারা।

Leave a Reply

Your email address will not be published.