প্রশান্তি ডেক্স॥ শরীয়তপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে আল আমিন খাঁ (৩৫) নামে এক রিকশাচালকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অপর আসামি মানিক সরদারের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান এ রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আল আমিন খাঁ ডামুড্যা উপজেলার সম্ভুকাঠি গ্রামের নুর হক খাঁর ছেলে। খালাস প্রাপ্ত মানিক সরদার একই এলাকার মজিদ সরদারের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ডামুড্যা উপজেলার ভয়রা গজারিয়া এলাকায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়। পরের দিন ৭ জানুয়ারি ওই কিশোরী বাদী হয়ে আল আমিন খাঁ (৩৫) ও মানিক সরদারকে (৩২) আসামি করে ডামুড্যা থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ। তবে আসামি পক্ষের আইনজীবী এনামুল হক এনাম বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post