ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুটি ইউনিয়নের আইয়ুব মাফিয়া ওয়েল-ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ভৈরবনগর গ্রামের অসহায় ১২টি পরিবারের মাঝে ২৪ বান্ডিল ঢেউটিন বিনামূল্যে বিতরন করা হয়।
ঢেউটিন বিতরন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো.আইয়ুব আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুটি ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন: কুটি ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক মো.মোস্তাক আহাম্মদ, শামীম রেজা ও সোহেল মাহমুদ বাহাদুর, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য মো.খোকন ভ’ইয়া, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা শ্রী কৃষ্ণপদ সাহা ও কুটি ইউনিয়ন যুব মহিলালীগের যুগ্ন-সাধারন সম্পাদক ইয়াছমিন আক্তার ।
প্রধান অতিথির বক্তব্যে কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন বলেন; আর্ত মানবতার সেবায় আইয়ুব মাফিয়া ওয়েল-ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো.আইয়ূব আলী ভূইয়া দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। তিনি তার এই কর্মকান্ডকে অব্যাহত রেখে সমাজের অবহেলীত মানুষের কল্যানে কাজ করার আহ্বান জানান। তাকে অনুসরন করে সমাজের সকল বিত্তবানগন সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্ত্যব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও সমাজসেবী আলহাজ্ব আইয়ূব আলী ভূইয়া বলেন; বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গরীব দু:খী মানুষের কল্যানে কাজ করাই আমার মহান ব্রত। এলাকাবাসীকে সাথে নিয়ে
ইউপি সদস্য মো.খোকন ভ’ইয়ার নেতৃত্বে এলাকাকে মাদকমুক্ত করতে তিনি নিরলস কাজ করছেন । এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।