প্রশান্তি ডেক্স॥ খুলনায় দিন দুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর সোনাডাঙ্গার মজিদ সরণির সুজুকি শোরুমের সামনে এ ঘটনা ঘটে।নিহত মহিদুল ইসলাম (২৭) বটিয়াঘাটার জলমার মো. শওকতের ছেলে। পেশায় ব্যবসায়ী। মহিদুল খুলনা মহানগর যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমান হাফিজের চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সুজুকি শোরুমে মহিদুলসহ চারজন এসেছিলেন। তিনজন শোরুমের ভেতরে যান, মহিদুল বাইরে ছিলেন। এ সময় তাকে কুপিয়ে ফেলে রেখে যায় কয়েকজন যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ভেতরে থাকা তিনজন এসে মহিদুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিহত যুবকের পেটের বাম পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ডে জড়িত তা অনুসন্ধান করছে পুলিশ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post