আমরণ অনশনে অসুস্থ ২০ রিকশাচালক

প্রশান্তি ডেক্স॥ বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার ২০ রিকশাচালক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিনজনকে দুপুরে বরিশাল শের ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৭ জনকে কর্মসূচির স্থলে স্যালাইন দেয়া হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের উপদেষ্টা ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। অর্ধশতাধিক রিকশা শ্রমিক এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ১০ জন নেতা আমরণ অনশনে অংশ নিয়েছেন। রিকশা প্রমিকরা জানান, ১৯ আগস্ট থেকে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান জোরদার করা হয়। এ পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। প্রায় প্রতিটি রিকশার ব্যাটারি ও মোটর খুলে রাখা হয়েছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে রিকশাগুলো কিনেছেন তারা। তাদের রিকশা জব্দ করায় ঋণ শোধ করতে পারছেন না। বন্ধ হয়ে গেছে তাদের জীবিকার পথ। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়ে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে আমরণ অনশনে বসেন রিকশা শ্রমিকরা। সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। মানববন্ধন, বিক্ষোভ, সংহতি সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রশাসনের সবস্তরে ধরনা দিয়েছেন তারা। ব্যর্থ হয়ে অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে আমরণ অনশন শুরু করেছেন। তিনি বলেন, অনশন কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২০ জন রিকশা চালক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৭ জনকে কর্মসূচিস্থলে স্যালাইন দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published.