কলকাতার বাবুদের দিন শেষ : পরিকল্পনামন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সহিষ্ণুতা ও সাহস দেখাচ্ছেন বা দেখিয়েছেন, তাতে রোহিঙ্গা সমস্যা শিগগিরই সমাধান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে আমাদের সমস্যা হচ্ছে। প্রায় ১২-১৩ লাখ মিয়ানমারের নাগরিক আছে আমাদের এখানে, তাদের আমরা দেখভাল করব, যতœ করব। এটা আমাদের প্রতিশ্রুতি। সারাবিশ্বের যেসব রাষ্ট্র আছে, তারা সবাই মিলেমিশে দেখবে।’ গত সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত দশম ‘ইম্পোটেন্স অব নেশন ব্র্যান্ডিং’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।
এ মুহূর্তে পৃথিবীতে ৩০ কোটি বাঙালি আছে। তার মধ্যে ১৮ কোটি বাস করে বাংলাদেশে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বাঙালি বিশ্বজনীন যে জাতি, তার কেন্দ্রে এখন আমরাই আছি। বাঙালি নিয়ে গর্ব করতে চাইলে, আমাদেরই করতে হবে। কলকাতার বাবুদের দিন শেষ, অন্য যারা ছিলেন, তাদেরও দিন শেষ হয়ে গেছে। কারণ, তারা অন্য জাতির নাগরিক। এতে আমাদের কোনো আপত্তি নেই। তারা গর্ববোধ করেন, করতেই পারেন। কিন্তু দায়িত্বটা আমাদের।’এ বিষয়ে এম এ মান্নান আরও বলেন, ‘সারাবিশ্বের বাঙালিদের দায়িত্ব আমাদের কাঁধে, নেতৃত্বে আছেন আমাদের প্রধানমন্ত্রী। আগে বকা দিয়ে বাঙাল বলা হত, এখন বাঙালদের হাতেই পতাকা, সম্মান নিহিত।’
প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রতিষ্ঠান এখন স্বীকার করে যে, বাঙালিরা আগের তুলনায় ভালো আছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। তার বক্তব্য, ‘সার্বিকভাবে বাঙালিরা আগের চেয়ে ভালো খাচ্ছে, পরছে, চলছে, ঘুরছে এবং আনন্দ করছে।’তিনি বলেন, ‘যদি আমরা পুরনো আত্মঘাতী বিবাদে লিপ্ত হই, কোনো চোরাগলি পথে বিভ্রান্তি নিয়ে আসি, ইতিহাস নিয়ে অহেতুক অপবাদে লিপ্ত না হই; তাহলে আমাদের সামনে শুধুই উন্নতি আর উন্নতি। শুধুই মঙ্গল আর মঙ্গল।’এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, যুক্তরাজ্যের হাইকমিশনার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.