সিলেটে তরুণদের মুখোমুখি আওয়ামী লীগ নেতারা

বা আ ॥ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর পর এবার সিলেটের তরুণের মুখোমুখি হলেন আওয়ামী লীগ নেতা ও সরকারের মন্ত্রীরা। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে, সিলেটের নজরুল অডিটোরিয়ামে এ মতবিনিময় হয়। গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই’র সহযোগিতায় ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময়ের আয়োজক আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা উপকমিটি।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের উদ্যোক্তাসহ তিনশ’র বেশি তরৃণ প্রতিনিধি অংশ নেন। যারা পুরো অনুষ্ঠানে আওয়ামী লীগ নিয়ে তাদের মতামত, ভাবনা ও আগামীর প্রত্যাশা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচকদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পান আমন্ত্রিত তরুণরা।মতবিনিময়ে আলোচক হিসেবে ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হুসেইন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম।এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সংসদ সদস্য শেখ তন্ময় ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান আলোচক হিসেবে থেকে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ জানান, ‘কয়েক ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময়ে চলমান দুর্নীতিবিরোধী অভিযান, প্রধানমন্ত্রীর নেতৃত্ব, শিক্ষার মান উন্নয়ন, বিমান ও পর্যটন খাতের বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে তরুণরা তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। আলোচকরাও তাদের মতামত ও ভবিষ্যত পরিকল্পনা উল্লেখ করেন।’একইসঙ্গে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব, ধর্মনিরপক্ষেতার বর্তমান প্রাসঙ্গিকতা, তৃণমূলের নেতৃত্ব, রাজনীতির ভবিষ্যৎ, অবকাঠামোগত উন্নয়নসহ একাধিক জাতীয় ও রাজনৈতিক বিষয়েও তরুণ প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা হয় বলেও জানান ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।বরাবরই তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সিআরআই এর আয়োজনে বিভিন্ন সময় তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। লেটস টক ও পলিসি ক্যাফে নামে ওই অনুষ্ঠানে তরুণ কাছ থেকে নানা ধরণের মতামত ও প্রত্যাশা জানার পর তা সরকারের শীর্ষমহলে তুলে ধরা হচ্ছে।‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক আয়োজন নিয়ে সিআরআই সহযোগী সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, গত ২৩ জুন, ৭১ বছরে পা দিয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি। তারুণ্যের চোখে আওয়ামী লীগের ৭০ বছরের পথচলায় অর্জন, সাফল্য –ব্যর্থতা এবং ভবিষ্যত প্রত্যাশা জানতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতেও তরুণদের মুখোমুখি হয়েছিলেন ক্ষমতাসীন দলের নেতারা। ধারাবাহিকভাবে অন্যান্য বিভাগীয় শহরেও ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তন্ময় আহমেদ।

Leave a Reply

Your email address will not be published.