আসিফ কাজল : গত শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় বুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম।আবরার ফাহাদ হত্যায় বুয়েটের অভিযুক্ত ১৯ জনকে অস্থায়ী বহিষ্কারের ঘোষণা দিয়ে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। এ ছাড়াও তিনি ঘোষণা করেন এই মুহূর্ত থেকে বুয়েটে সব রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ।অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, বুয়েট অধ্যাদেশ অনুযায়ী শিক্ষক রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। সে কারণে বুয়েটে শিক্ষক রাজনীতিও চলবে না।আমার নিজ ক্ষমতায় বুয়েটের সব রাজনৈতিক দলের কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করছি।এখন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে কেউ জড়িত থাকলে ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।শিক্ষার্থীদের আলটিমেটামের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. সাইফুল ইসলাম শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন।বুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি এসব কথা বলেন।আবরারের বিষয়ে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে এবং মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেয়া হবে।হলগুলোয় র্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিষয়ে দ্রুততম সময়ে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ভিসি বলেন, দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি বসানো হবে। এ জন্য সময়ের প্রয়োজন রয়েছে।বক্তব্যের শুরুতেই ক্ষমা চেয়ে নেন ভিসি। বলেন, আমার কিছুটা ভুল হয়েছে, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার ভুল আমি স্বীকার করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও।আবরার আমার সন্তানের মতো ছিলো।তোমাদের যেমন কষ্ট লাগছে তার মৃত্যুতে আমারও অনেক খারাপ লেগেছে। এটি আমি মেনে নিতে পারিনি। তার মৃত্যুতে দুঃখ তোমরা পেয়ছ, আমিও পেয়েছি।আমরা সকলেই মর্মাহত।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) র্যাগিং বন্ধের ঘোষণা দিয়ে অতীতের সব ঘটনা তদন্ত করে বিচার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম।বুয়েট ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডাব্লু) অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, এই ঘোষণার পর আজ থেকে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে কোনো শিক্ষক উপস্থিত থাকবেনা। এমনকি আমি নিজেও থাকবো না। কোনো অনুষ্ঠানে যদি আমাকে দেখা যায় তবে আমাকেও শাস্তির আওতায় নেয়ার আহবান জানাই।এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে উপাচার্য অডিটোরিয়ামে প্রবেশ করেন। তিনি ও ডিএসডবিব্লউ পরিচালকসহ সাতজন মঞ্চে বসেন। শিক্ষক সমিতির সভাপতি ও বিভিন্ন অনুষদের ডিনরাও আলোচনায় উপস্থিত রয়েছেন।
এর আগে আলোচনায় অংশ নিতে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে সারিবদ্ধভাবে অডিটোরিয়ামে প্রবেশ করেন। অডিটোরিয়ামে প্রবেশের জন্য সাংবাদিকদের প্রেস কার্ড দেন শিক্ষার্থীরা।