ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিতে গত শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮টায় পাচারকালে রানা (২২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আইয়ুব আলী ভ’ইয়া ও ইউপি সদস্য খোকন মেম্বারের নেতৃত্বে স্থানীয় জনতা। এ সময় তার কাছে একটি ব্যাগ তল্লাসী করে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে জনতা। পরে কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিমকে আটকের বিষয়টি জানানো হলে পুলিশ আসলে মাদকসহ পাচারকারী রানাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত রানা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ফজলু মিয়ার পুত্র। এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। ইউপি সদস্য খোকন মিয়া জানান, কুটি-শিমরাইল সড়কে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালনাকালে তার প্রতি সন্দেহ হলে স্থানীয় জনতাকে নিয়ে মোটর সাইকেলটিকে গতিরোধ করা করা হয়। মোটর সাইকেলে থাকা দুইজন আরোহীর মধ্যে একজন দৌড়ে পালিয়ে গেলেও অপর আরোহী রানাকে আটক করে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ১০ কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজা ও মোটর সাইকেল সহ রানাকে পুলিশে সোপর্দ করা হয়েছে ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post