প্রশান্তি ডেক্স ॥ জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতির আচরন বদলাচ্ছে প্রতিনিয়ত। আর এ পরিবর্তনের প্রভাব প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে । বাড়ছে বন্যা, ঘূর্নিঝড়, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ ।এসবের সাথে তাল মিলিয়ে বাড়ছে বজ্রপাত । বর্তমানে বাংলাদেশে বজ্রপাত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুন। বাসসবজ্রপাত ঠেকাতে তাই নেয়া দেশের বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে বিশেষ ব্যাবস্থা, বিভিন্ন স্থানে লগোনো হচ্ছে উচু গাছ। সম্প্রতি বজ্রপাত ঠেকাতে নাটোরের গ্রামীণ রাস্তার উভয় পাশে এক কিলোমিটার অংশ জুড়ে এক হাজার তাল বীজ রোপণ করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সংগঠন করছে বৃক্ষরোপন কর্মসূচি। গত সোমবার সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল এলাকায় শিক্ষা উন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ’বৃক্ষরোপন। কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতিবছর দুই শতাধিক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে-যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সম্প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করছে সরকার। বজ্রপাত নিরোধে তাল গাছ রোপণে সুফল পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। এছাড়াও তালের পাতা ঘর ছাওয়া, হাতপাখা, চাটাই ও মাদুর তৈরীতে ব্যবহৃত হয়। এর কান্ড দিয়ে বাড়ী ও নৌকা তৈরী হয়। তালের ফল ও শাঁস পুষ্টিকর খাদ্য। তালের রস থেকে গুড়, পাটালী, মিছরি ইত্যাদি তৈরী হয় বলে বক্তারা উল্লেখ করে আরো বলেন, দীর্ঘজীবী তাল গাছ একশ’ বছর বাঁচে। কর্মসূচীর আওতায় ঠাকুর লক্ষীকোল-পাটুল এবং বালটি বটতলা-বৈরাগীমারা সড়কে মোট এক হাজার তাল বীজ রোপণ করা হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ‘লাইফ’ সংগঠনের পক্ষ থেকে ঠাকুর লক্ষীকোল হাইস্কুল প্রাঙ্গনসহ এ এলাকায় পাঁচশত ফলদ গাছ রোপণ করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post