প্রশান্তি ডেক্স ॥ রাজধানীতে পথ ভুলে হারিয়ে যাওয়া দুই সহদোরকে পিতা-মাতার কোলে ফিরিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ। হারিয়ে যাওয়া দুই শিশু হলো-মোঃ সাকিব (৮) ও রিফা (৪)। ৬ অক্টোবর’১৯ তারা যাত্রাবাড়ী থানাধীন মিরহাজীরবাগ এলাকায় তাদের বাসার সামনে খেলা করছিল। খেলা করতে করতে কোমলমতি শিশুদ্বয় কখন যে পথ ভুলে গেন্ডারিয়া থানায় চলে আসে তা তাদের মনে থাকে না। ঐদিন সন্ধ্যা ৭ টার দিকে মোঃ আকাশ নামে এক স্থানীয় ব্যক্তি গেন্ডারিয়ার সাধনা মসজিদের সামনে তাদেরকে কান্নারত অবস্থায় পায়। তিনি শিশুদের পাওয়ার পর দ্রুত গেন্ডারিয়া থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুদ্বয়কে থানায় নিরাপদ হেফাজতে নিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক বেতার যন্ত্রের মাধ্যমে ডিএমপি’র সকল থানায় অবহিত করা হয়। গেন্ডারিয়া থানাসহ আশপাশের থানায় মাইকিং করে গেন্ডারিয়া থানা পুলিশ। সংবাদ পেয়ে একই দিন রাত পৌনে এগারো টায় শিশুদের পিতা নজরুল ইসলাম ও মাতা সাবানা ছুটে যান গেন্ডারিয়া থানায়। বাবা-মাকে দেখে শিশুদ্বয় তাদের জড়িয়ে ধরে কান্না শুরু করে। বুকের ধন ফিরে পেয়ে বাবা মার চোখও অশ্রুসিক্ত হয়ে উঠে। থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। থানা পুলিশ হারিয়ে যাওয়া শিশুদের তাদের বাবা-মার কাছে ফিরিয়ে দেন। বুকের অতি আদরের মানিকদের ফিরে পেয়ে তখনও পুলিশের প্রতি কৃতজ্ঞতায় তাদের চোখগুলো জ্বলজ্বল করছিল। ভাষা খুঁজে পাচ্ছিলেন না কি বলে এ কৃতজ্ঞতার দায় স্বীকার করবেন। গেন্ডারিয়া থানা পুলিশও শিশুদেরকে তাদের পিতা মাতার কাছে ফিরিয়ে দিতে পেরে খুবই আনন্দিত। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এমন মানবিক কাজের অশীংদার হতে পেরে গেন্ডারিয়া থানা পুলিশ গর্বিত।