প্রশান্তি ডেক্স॥ ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের নকশা। ৩৭.৪৯ একর জমির ওপর নির্মাণ হবে এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। মেয়াদ শেষে ২৪টির মতো আবেদন পড়েছে। যার বেশিরভাগই আন্তর্জাতিক আর্কিটেক্ট ফার্ম বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।স্টেডিয়ামে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুইমিংপুল, জিমনেশিয়ামের সঙ্গে পাঁচতারকা মানের একটি হোটেলও থাকবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সভা শেষে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের অগ্রগতি প্রসঙ্গে জানান বিসিবির পরিচালক মাহবুব আনাম। অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে আমরা একজন আর্কিটেক্ট নিয়োগের ব্যাপারে দরপত্র আহ্বান করেছি। প্রায় দুই ডজনের বেশি দরপত্র পড়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক আর্কিটেক্ট ফার্ম বিট করেছে। সেটাই আমাদের জন্য আশার একটা দিক। যারা বিখ্যাত স্টেডিয়াম বানিয়েছে সেই ধরনের মানসম্পন্ন কোম্পানিগুলো এখানে বিট করেছে।’মাহবুব আনামের আশা, এশিয়ার সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম হবে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ‘বিশ্বের প্রথম সারির আর্কিটেক্ট ফার্মগুলো তাদের আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নামের এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের এবং এশিয়ার সেরা স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি লাভ করবে।’
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post