ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণাবড়িয়া) প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ইং ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ইং এর ফাইনাল খেলা সোমবার (১৪ অক্টোবর) বিকেলে কসবা টি.আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহন করে চাপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। খেলায় ৩-০ গোলে জয়লাভ করে মীরতলা প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে অংশগ্রহন করে কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধামসার সরকারী প্রাথমিক বিদ্যালয়। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে পুরস্কার প্রদান করেন; উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা,উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষক-সাংবাদিকগন উপস্থিত ছিলেন। শিশুদের এই মনমূগ্ধকর টুর্ণামেন্টটি হাজার হাজার দর্শক উপভোগ করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.দেলোয়ার হোসেন।