নিষেধাজ্ঞায় ইলিশ ধরে কারাগারে তিন জেলে

প্রশান্তি ডেক্স॥ পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। গত সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদীতে পুলিশ ও মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথ এ অভিযান চালায়। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের সাঁড়া পানহাট এলাকার সাত্তারের ছেলে রফিকুল ইসলাম (৫০), প্রয়াত মইনউদ্দিন শেখের ছেলে নজি (৪০) ও পলান শেখের ছেলে মকছেদ (৪৩)। অভিযানে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় দিয়ে দেওয়া হয়। পরে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান জানান, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এই ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা, ইলিশ মাছ মজুদ করা, বিক্রি করা, জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তবুও কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে মাছ ধরছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.