শেখ রাসেলের ৫৬তম জন্মদিন শ্রদ্ধাভরে স্মরণ

জাতীর জনক বঙ্গবন্ধুর আদরের ধন এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কলিজার টুকরা আর আমাদের অহৎকার বিশ^ মানবতার মা ও বাংলার মানুষের শেষ ভরসা ও আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার আদরের রাসেল এর ৫৬তম জন্মদিন জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেহেস্তে সুপ্রতিষ্ঠিত থেকো এবং তোমার আত্মার শান্তিতে বাংলাদেশ আজ শান্তিময় হউক। আমরা তোমায় ভুলব না এবং ভুলিও নাই। তোমাকে স্মরণ করে আগামীর তরে এগিয়ে তোমারই ত্যাগের মহিমায়। ক্ষমা করো আমাদের নির্বাক মনকে।

Leave a Reply

Your email address will not be published.