সাইলেন্ট হার্ট অ্যাটাক ধরতে যন্ত্রের আবিষ্কার করল দশম শ্রেণীর ছাত্র

প্রশান্তি ডেক্স॥ সাইলেন্ট হার্ট অ্যাটাকের যন্ত্র আবিষ্কার করে দশম শ্রেনীর এক ছাত্র। আর সেটি নিয়ে ইতিমধ্যেই খবরের শিরোনামে চলে এসেছে আকাশ মনোজ। এই যন্ত্রটির মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের লক্ষনগুলি প্রাথমিকভাবে। আর তাতেই প্রাণে হয়তো বেঁচে যাবেন বহু মানুষ।
ছোটবেলা থেকেই বাধাগত পরীক্ষা-ক্লাসরুমের পড়াশুনা করতে তার ভালো লাগতোনা। বাড়ি থেকে একঘন্টা দূরে হোসুরে এসে একটি লাইব্রেরিতে পড়াশুনা করতে আসত আকাশ। মাত্র দশম শ্রেণীতে পড়াকালীনই আদায় করে নিয়েছেন হৃদরোগে গবেষনার শিরোপা। আর এরমধ্যেই পড়ে ফেলেছেন প্রায় এক কোটি টাকার মেডিক্যাল জার্নাল।
তার এই ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে সে জানিয়েছে, বোর্ডের পরীক্ষার জন্য বাঁধাগত সিলেবাসের পড়াশুনা করতে তার ভালো লাগেনা। এর থেকে তার অনেক বেশি ভালো লাগে মেডিক্যাল জার্নালের বই পড়তে।
কিন্তু পুঁথিগত বিদ্যা ছেড়ে কেন হঠাৎ এই পথে এল মনোজ? সেই ব্যাপারে বলতে গিয়ে তার চোখের কোনটা হালকা করে ভিজে উঠতে দেখা যায়। সে জানায়, অনেক ছোট বেলায় তার ঠাকুরদা মারা যায়। সে উচ্চ রক্তচাপের রুগী ছিলেন।
সাথে ছিল তার ডায়াবেটিসও। কিন্তু সেরম কোনও সমস্যা ছিলনা তার। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর থেকেই মনোজের ইচ্ছে জাগে এই নিয়ে বিশেষ কিছু করার। আর তারপরই সে এই অদ্ভুত যন্ত্রটি আবিষ্কার করে।

Leave a Reply

Your email address will not be published.