উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কসবায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইদুঁর নিধন অভিযান উদ্ভোধন

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গতকাল বুধবার(১৬ অক্টোবর) সকালে আনন্দঘন পরিবেশে কসবা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইদুঁর নিধন অভিযান উদ্ভোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইদুঁর মারার পরামর্শ দেয়া হয় উপস্থিত কৃষকদের এবং ইদুর মারার ঔষধ বিতরন করা কৃষকদের মাঝে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা মৎস্য কর্মকতা শারমিন ফেরদৌসী রাখী, কসবা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল বাতেন সরকার ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: অহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ও কৃষক মো: ফায়েজ মিয়া। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষক, সাংবাদিক, কৃষকগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.