প্রশান্তি ডেক্স॥ পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। গত সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদীতে পুলিশ ও মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথ এ অভিযান চালায়। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের সাঁড়া পানহাট এলাকার সাত্তারের ছেলে রফিকুল ইসলাম (৫০), প্রয়াত মইনউদ্দিন শেখের ছেলে নজি (৪০) ও পলান শেখের ছেলে মকছেদ (৪৩)। অভিযানে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় দিয়ে দেওয়া হয়। পরে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান জানান, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এই ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা, ইলিশ মাছ মজুদ করা, বিক্রি করা, জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তবুও কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে মাছ ধরছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।