বরিশাল প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৮। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার হাওলাদার মার্কেট পল্লী বিদ্যুৎ সড়কের সিনেমা হল বাজারে ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তরিকুল ইসলাম ভুয়া চিকিৎসক রফিকুলকে ১ বছর কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেন।দন্ডপ্রাপ্ত রফিকুল বরিশালের আগৈলঝাড়া উপজেলার হাতেম আলী মোল্লার ছেলে।র্যাব-৮ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানাধীন হাওলাদার মার্কেট পল্লী বিদ্যুৎ সড়কের সিনেমা হল বাজারে ডাক্তার চেম্বারে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে চিকিৎসক পরিচয়ধারী মোঃ রফিকুল ইসলামকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাকেরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম তাকে এক বছর কারাদন্ড দেন এবং ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। এ সময় বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকেল অফিসারও উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, রফিকুল ডাক্তার পরিচয়ে গত ২ মাস ধরে অবৈধভাবে প্রশিক্ষণ কেন্দ্র খুলে সেখানে প্রায় ২০০ নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।