কসবায় পরিবার কল্যান সহকারী কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিবার কল্যান সহকারী কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রন কর্মসূচীর মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার কর্মচারীদের ৪র্থ শ্রেনীতে চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পরিপত্র জারি করায় এর প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দাড়িয়ে জারিকৃত পরিপত্র অবিলম্বে প্রত্যাহারের দাবী জানানো হয় মানববন্ধন কর্মসূচীতে ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্র্র্তৃক শ্রেনীপ্রথা উঠিয়ে দিলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক এ পত্র জারির মাধ্যমে তাদেরকে ১৭তম গ্রেডে নামিয়ে আনা হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে সরকারের নিকট দাবী ১৭তম গ্রেড বাদ দিয়ে তাদের ১২তম গ্রেডে উন্নিত করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তারা আবেদন করেন পরিবার কল্যান সহকারী কর্মচারীদের কর্মপরিকল্পনা বিবেচনা করে তাদের যেন ১২তম গ্রেডে উন্নিত করা হয়। মানববন্ধন কর্মসূচীতে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিবার কল্যান সহকারী সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারন সম্পাদক উম্মে সালমা ফার্সি ও সমিতির সদস্য শারমিন আকতার।

Leave a Reply

Your email address will not be published.