‘কাজীর নামে পাঁজি হলে, পাঞ্জাবি-পায়জামা খুলে জিন্স পড়িয়ে দেব’

পাবনা প্রতিনিধি॥ পাবনা সদর উপজেলায় বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করতে কাজীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। এ সময় তিনি বলেন, ‘কাজীর নামে পাঁজি হলে বা দুই নম্বরি করলে তাদের পাঞ্জাবি-পায়জামা খুলে জিন্স পড়িয়ে দেব।’ গত মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন ইউএনও জয়নাল আবেদিন। এ সময় তিনি আরও বলেন, ‘ইসলামের লেবাস ধারণ করে কোনো ভন্ডামি করতে দেওয়া হবে না। যদিও ইসলাম সম্পর্কে কম জানি তবুও ইসলামের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি।’ তিনি বলেন, যদি আর কোনো ভুয়া কাজী বাল্যবিয়ের সঙ্গে জড়িত থেকে ধরা পড়েন, তখন তাদের লেবাস চেঞ্জ করে জিন্স প্যান্ট আর গেঞ্জি পড়িয়ে ছেড়ে দেব।
এ সময় অন্যান্যের আরও বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, পিআইও আব্দুল করিম, মো. ওয়াজেদ আলীসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published.