ইরান-আমিরাতে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেক্স ॥ ইরানের দক্ষিণাঞ্চল এবং আমিরাতের দুবাইয়ে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। হরমুজগান প্রদেশের বন্দর লেনগেহ শহরের পাশে ভূমিকম্পটির উৎপত্তি। রুশ গণমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ভূমিকম্পে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সরকারি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ভূমিকম্প নিয়ে কোনো কিছু না জানালেও স্পুটনিকের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান ছাড়াও প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পাশেও ভূকম্পন অনুভূত হয়েছে।ইরানের সংবাদ সংস্থা ফারসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সোমবার ইরানের দক্ষিণ অংশে ভূমিকম্পটি আঘাত হানে। হরমুজগান প্রদেশের বন্দর লেনগেহ শহরের অদূরে দুই কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। এ কারণে দেশটিতে মাঝেমধ্যেই। ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে ইরানের দক্ষিণ অংশ ভূমিকম্পের সবচেয়ে ঝূঁকিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.