বাংলার থালাকে দুই লাখ টাকা জরিমানা

প্রশান্তি ডেক্স ॥ মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে খাবার তৈরি এবং আইন অমান্য করে মোড়কজাত পণ্য বিক্রি ও উৎপাদন করায় বাংলার থালাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার রাজধানীর বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুন্ডু। প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার। সার্বিক সহায়তা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুন্ডু জানান, আজ বনানী এলাকার বাংলার থালা নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লেভেল সংযোজন ব্যতিরেকে খাদ্যদ্রব্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিরাপদ খাদ্যবিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.