ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি শহীদ মো.ওমরাহান ওমরের ২০তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদৎ বার্ষিকীতে তার সমাধীতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.শহীদুল্লাহ, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো.আফজাল হোসেন রিমন, যুগ্ন-আহ্বায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন-আহ্বায়ক নাজমুল আলম খান বেদন, কুটি ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক মোস্তাক আহমেদ ও শামীম রেজা, কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.জাকির হোসেন ও সাধারন সম্পাদক ইকতিয়ার আলম রনি এবং বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক প্রভাষক মো.নজরুল ইসলাম সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহীদ ওমরাহান ওমরের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালের এই দিনে তাকে কসবা পৌর সদরের পুরাতন বাজারে নৃশংস ভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।