ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরে অবস্থিত টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত বিতর্কিত সভাপতি সাদেক আলীকে অবিলম্বে অব্যাহতির দাবীতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ও কর্মচারীরা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি পেশ করেছেন। মানববন্ধনে বক্তারা বলেন বির্তর্কিত এই সভাপতি সাদেক আলীকে গত ২৬শে জুলাই অত্র কলেজের সভাপতির পদ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বহিস্কার করে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করেন। গত ১৪ অক্টোবর কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বে গত ৭ অক্টেবর ব্যবস্থাপনা কমিটি সর্বশেষ সভা করে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি নিযুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রস্তাবনা ডাকযোগে প্রেরন করে। পরে এই সুযোগে সাদেক আলী গত ১৭ই অক্টোবর কলেজের প্যাড ও সীল ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে পূর্ব কমিটির প্রস্তাবনা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ তাঁকে নতুন কমিটির সভাপতি মনোনীত করে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ কলেজকে চিঠি প্রেরন করলে কলেজ কর্তৃপক্ষ অবগত হন। কলেজের সীল ও প্যাড ব্যবহার করে জালিয়াতী করায় সাদেক আলীর বিরুদ্ধে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ কসবা থানায় সাধারন ডাইরী করেন । এ ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।