প্রশান্তি ডেক্স ॥ সাভারের সিআরপি রোডের একটি বাড়ির ছাদে গাছপালার শখ থেকেই বাগান করেন আহসান হাবিবের পরিবার। কিন্তু সেই গাছ নির্বিচারে কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে শতাধিক গাছ উপহার দিয়েছেন পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন’। গত বুধবার দুপুরে ভুক্তভোগী আহসান হাবিবের বাসায় গিয়ে এ গাছ উপহার তুলে দেয় সংগঠনটি। এর আগে খালেদা আক্তার লাকি (৪৫) নামের এক নারী দা হাতে নিয়ে মারমুখি ভঙ্গিতে নির্বিচারে গাছ কেটে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে সাভার থানায় একটি অভিযোগ দায়ের হলে সকালে সেই নারীকে আটক করে পুলিশ। গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহসান রনি জানান, যেভাবে গাছগুলোকে কাটা হয়েছে, সত্যি আমরা মর্মাহত। যাদের গাছ কাটা হয়েছে তাদের দুঃখ লাঘবে আমরা কিছু গাছ তাদের হাতে তুলে দিয়েছি। তাদের সুন্দর একটি বাগান সাজিয়ে দিতে চাই।