জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হলেন সাদ এরশাদ

প্রশান্তি ডেক্স ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপিকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক সাদকে গত মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাদ এরশাদ। এরপর ১০ অক্টোবর একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন এরশাদপুত্র।

Leave a Reply

Your email address will not be published.